বরগুনার তালতলীতে মৎস্যজীবীদের মাঝে জাটকা ধরার নিষিদ্ধ সময়ে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বাছুর বিতরণ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
রবিবার (১০ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ১০ জেলেদের মাঝে দেশীয় প্রজাতির গরুর বাছুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল-কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।
উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৎস্যবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে দেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় মানুষ স্বল্পমূল্যে মাছ ও পুষ্টি পাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে। বাংলাদেশে ইলিশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। শুধু ইলিশ নয়, সাগর কেন্দ্রীক অর্থনীতির উন্নয়নে অন্যান্য মাছের দিকেও নজর দিতে হবে। নজর দিতে হবে মৎস্যজীবী মানুষগুলোর জীবনমান উন্নয়নেও।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ