কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হার্ভেস্টারসহ আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কাহারোল উপজেলার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। অর্ধেক ভুর্তকিতে ২টি কম্বাইন হার্ভেস্টার উপজেলার ২ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। যার একটির দাম প্রায় ২৮ লাখ টাকা।
রবিবার (১০ এপ্রিল) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হার্ভেস্টার বিতরন করা হয়। এরপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কাহারোলের ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
এতে একজন কৃষক পায় ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। পরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক ২৫৯২ জন চাষির মাঝে বিনামূলে সার বিতরণ করা হয়। এতে একজন কৃষক পায় ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি।
এসময় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিতে একটা বিপ্লব সাধিত হয়েছে। অত্যাধুনিক যন্ত্র সরবরাহ প্রদান ও কৃষিতে ভর্তুকি প্রদান এবং কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। সবমিলিয়ে কৃষি স্বাবলম্বী হওয়ার পিছনে অবদান হচ্ছে শেখ হাসিনার।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, কৃষি সম্প্রসারণ অফিসার সাঈফ আব্দুল্লাহ মুস্তাফিন, কাহারোল উপজেলার উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ