দীর্ঘ ১৮ বছর পর মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে পুনরায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল।
রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর গাংনী হাইস্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উপস্থিতিতে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে মোট ২২টি ভোটের মধ্যে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক মকলেছুর রহমান ২২ ভোটই পান। তার অপর প্রতিদ্বন্দ্বিরা শূন্য হাতেই ফিরেছেন বাড়িতে। গাংনী উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ