গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে এক অটোরিকশা চালককে হত্যা অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়রা অটো চার্জ দেওয়ায় ঘরে লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানা পুলিশের মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)আবু জাফর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অটোচালক আনোয়ার হোসেন আনু (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আনোয়ারের একটি অটোরিকশা ছিল, সে তা দিয়েই জীবিকা নির্বাহ করত। সারাদিন অটো চালানোর পর রাতে চার্জ দিতে তার বাড়িতে অটো যাবার কোন রাস্তা না থাকায়, বাড়ি থেকে ৪০০ গজ দুরে টিন দিয়ে ঘর নির্মাণ করে অটো চার্জ দিতেন। ওই ঘড়ে অটো পাহাড়া দিতে এক পাশে রাতে ঘুমাতেন তিনি। রবিবার দিবাগত রাতে অটো চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন আনোয়ার। গভীর রাতে অজ্ঞাত দূর্বুত্তরা সিঁধ কেটে ঘড়ে ঢুকে। পড়ে অটো চালককে গলায় রশিপেচিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে স্থানীয়রা আনোয়ারের লাশ ওই ঘরে পড়ে থাকতে দেখ পুলিশে খবর দেয়।
এস আই আবুজাফর মোল্লা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তথ্য উদঘাটনে অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/এএ