চুয়াডাঙ্গায় ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব। রবিবার রাতে জেলার দর্শনা থানা এলাকার খোড়াগোদা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দামুড়হুদা উপজেলার হরিরামপুর গ্রামের তেতুল খাঁর ছেলে উজ্জল হোসেন (৩১) এবং খলিশাগাড়ী গ্রামের মো. ইজারুলের ছেলে সাদ্দাম হোসেন (২৬)।
র্যাব-৬ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ