যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের রাস্তার পাশ থেকে কাইয়ুম আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাইয়ুম আলী ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি যশোর সদর উপজেলার কাদিরপাড়া গ্রামের ইসমাইল তরফদারের ছেলে।
নিহত কাইয়ুম আলীর ভাতিজা ইস্রাফিল তরফদার জানান, তার চাচা মোটরসাইকেলে যাত্রী পরিবহণ করতেন। রবিবার রাত ১০টার দিকে তার জামাইয়ের সাথে সর্বশেষ কথা বলেন তিনি। এরপর তার কোন খোঁজ ছিল না। সোমবার সকালে পুলিশের কাছ থেকে তারা চাচার মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন। যাত্রী পরিবহণে ব্যবহৃত চাচার মোটরসাইকেলটিও পাওয়া যাচ্ছে না বলে জানান ইস্রাফিল।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সৈয়দপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি সৈয়দপুর-সাতমাইলগামী পাকা রাস্তার পাশে জনৈক আরিফুল ইসলামের জমি থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেল ছিনতাই করে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তিনি মনে করছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এএ