মেহেরপুওে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে ৪০ জন অসুস্থ অসহায় মানুষকে ১৭ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয় ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মধ্যে চেক বিতরণ করেন।
চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান মতিন, সদর থানা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ