প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ২ হাজার টাকা, সরকারি-বেসরকারি ও কর্মসংস্থানসহ ৭ দফা দাবি বাস্তবায়ন দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, উত্তরন প্রতিবন্ধী সংস্থ্যা ও দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশন দিনাজপুরের যৌথ আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ২ হাজার টাকাসহ ৭ দফা দাবি বাস্তবায়নে এ মানববন্ধন করেন তারা । পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশন এর সাধারন সম্পাদক অনামিকা পান্ডে, উত্তরন প্রতিবন্ধী সংস্থার সাধারন সম্পাদক মোঃ আশরাফুল আলম, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মোছাঃ হালিমা খাতুন সিডিডির প্রোগ্রাম অফিসার শৈলেন চন্দ্র রায়, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারন সম্পাদক বিলকিস আরা ফয়েজ, সবুজ বাংলা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন, প্রতিবন্ধী নেতা মোঃ রাসেল রানা, শাহিন ইসলাম, আমিনা বেগম রুমু, মোঃ গোলাম হোসেন ও মাধুরী কুন্ডু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ