ময়মনসিংহের ফুলপুরে ৩ হাজার কৃষকের মাঝে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর এসব চাষীদের মাঝে বিনামূল্যে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করে। পাট অধিদপ্তর ফুলপুর উপজেলা কার্যালয়ে ৩ এপ্রিল ওই বিতরণ কাজের শুভ উদ্বোধন করা হয় এবং বিতরণ কাজ এখনো অব্যাহত রয়েছে।
প্রতি কৃষককে ১ কেজি পাটবীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। বীজ বিতরণ কাজ উদ্বোধনের সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এএসএম আনোয়ার হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চম্পা কলি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ