চাঁদপুরের কচুয়ায় ‘বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য প্রকল্পে’র আওতায় ২০২১-২২ অর্থবছরে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে ৪০টি ছাগল বিতরণ ও মৎস্যজাত পরিবহনের জন্য সমবায় সমিতি লিমিটেড সদস্যদের মাঝে পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ এলাকায় কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাছেম বিল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান, উপজেলা সহ. মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর