গাজীপুরের কালিয়াকৈরে গরু ব্যবসায়ীদের ২ লক্ষ ৫৪ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক সংলগ্ন এলাকায় গরু ব্যবসায়ীদের পিকাপ ভ্যানের গতিরোধ করে ওই টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। এ ঘটনায় গরু ব্যবসায়ী মো. শাহিন বাদী হয়ে বিকেলে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, নারায়নগঞ্জের রুপগঞ্জের পুটিনা এলাকার গরু ব্যবসায়ী মো. শাহিন, হযরত আলী, ইদ্রিস আলী, আবু সাঈদ, শুকুর আলী ও ড্রাইভার জামাল একটি পিকাপ গাড়ি নিয়ে মঙ্গলবার সকালে টাঙ্গাইলের দেওহাটা হাট থেকে গরু ক্রয়ের উদ্দেশে রওনা দেয়। তাদের বহনকৃত পিকাপ গাড়িটি দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের মৌচাকের সামনে পৌঁছালে পিছন থেকে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন ছিনতাইকারী প্রথমে পিকাপের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা পিকাপের ড্রাইভার জামালকে এলোপাথরী পিটিয়ে আহত করে। এসময় বাকিরা পিকাপ থেকে নেমে কারণ জানতে চাইলে তারা সড়কের পাশে একটি মুদি দোকানে নিয়ে যায়। একপর্যায়ে তারা বাকিদের মারধর শুরু করে। পরে ছিনতাইকারীরা গরু ব্যবসায়ীদের কাছে থাকা ২ লক্ষ ৫৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে নেয়।
এসময় বাধা দিলে ছিনতাইকারী গুরু ব্যবসায়ীদের কোমরে থাকা গামছা দিয়ে গলায় শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। বিষয়টি কাউকে না বলার হুমকি দিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় গরু ব্যবসায়ী মো. শাহিন বাদী হয়ে বিকেলে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এসআই) মোর্শেদ আলী মোল্লা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল