নাটোর জেলা আইনজীবী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির নতুন ভবন মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ শরিফ উদ্দিন। নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা এডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পিবিআই’র পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মো. আনোয়ারুল হক এবং সকল বিচারকগণ।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি আরডিসি আব্দুল মালেক, জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, জিপি আসাদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, সাকেক সভাপতি এডভোকেট প্রসাদ তালুকদার, এডভোকেট শাজাহান কবীর,আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলমসহ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ এডভোকেটগণ ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ