ঢাকার ধামরাইয়ের যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চত্ত্বর থেকে বুধবার সকালে ধারালো ছ্যান, দ্যা ও লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলী হায়দার জানিয়েছেন, এক মেয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটিয়ে আসছে। তারা স্কুলের দরজা জানালা ও আসবাপত্রের ব্যাপক ভাংচুরও করেছে। আমি লিখিতভাবে বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানিয়েছি।
জানা গেছে, একটি মেয়ে সংক্রান্ত ঘটনার জের ধরে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগতরা গত কয়েকদিন ধরেই বিদ্যালয়ে মধ্যে মারামারি করে আসছিল। গত মঙ্গলবার তারা বিদ্যালয়ের দরজা-জানালা ভাংচুর করে। প্রতিবাদ করায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকে মেরে আহত করে তারা। এ ঘটনায় রিপন হোসেন, শিপন হোসেন, জামিল, মারুফসহ কয়েকজনের বিরুদ্ধে ধামরাই থানায় অভিযোগ করা হয়।
বুধবার সকালে বিদ্যালয়ের পিছন থেকে ধারাঁলো ছ্যান, দ্যা ও লাঠিসোটা দেখতে পেয়ে শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম ইউপি সদস্য শরীফুল ইসলাম ও ইসমাইল হোসেন তা উদ্ধার করে।
স্থানীয়রা জানান, যাদবপুর বিদ্যালয়ের এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে আতংকের সূষ্টি হয়েছে। ভয়ে দিন কাটছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবদের। হঠাৎ করেই কেন অশান্ত বিদ্যালয়ের চত্ত্বর এ নিয়ে নানা প্রশ্ন জেগেছে এলাকাবাসীর মধ্যে। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, অভিয়োগ পেয়েছি। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ