কুমিল্লার দেবিদ্বারের নবনির্বাচিত ১৪ ইউনিয়ন চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সভাকক্ষে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক-উন-নবী তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মো. শাহআলমের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলার পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম।
সংবর্ধনা পাওয়া ১৪ ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছেন মো. নূরুল ইসলাম, হুমায়ুন কবির, গোলাম সারওয়ার মুকুল ভুইয়া, মো. জাকারিয়া, অধ্যাপক মো. হুমায়ুন কবির, মো. মোকবল হোসেন মুকুল, মো. জাহিদুল আলম, একেএম কামরুজ্জামান মাসুদ, মো. শাহজাহান সরকার, মো. নুরুল আমিন, মো. মহিউদ্দিন মিঠু, মো. আব্দুল আউয়াল সরকার, মো. জসিম উদ্দিন, মো. ময়নাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাই সততার সাথে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব। এছাড়া সকল চেয়ারম্যান নিষ্ঠার সাথে কাজ করে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রথম সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা