মানিকগঞ্জ সহ সাতটি জেলায় নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি উপস্থিত থেকে নবনির্মিত ভবন গুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, শিল্পকলা একাডেমির কর্মকর্তা সেলিনা সাঈয়েদা সুলতানাসহ প্রমুখ।
মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়ায় ৫৮.২১ শতাংশ জমির ওপর প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে শিল্পকলা একাডেমি ভবন নির্মিত হয়েছে। এর আসন সংখ্যা ৫৬৭টি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন