চুয়াডাঙ্গার জীবননগরে দেয়ালচাপায় রিফাত আলী (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামের এ ঘটনা ঘটে। রিফাত আলী উথলী বাজারপাড়ার রাজমিস্ত্রি ফন্টু আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিলো রিফাত। এসময় প্রতিবেশি মোহাম্মদ শান্তির বাড়ির দেয়াল ধ্বসে নিচে চাপা পরে রিফাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএ