চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি থেকে আগ্নেয়াস্ত্রসহ জামিরুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আটক জামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা কাঁঠালিয়াপাড়া মহল্লার মৃত আজহার আলীর ছেলে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার মহারাজপুর এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ৩টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ জামিরুল ইসলামকে আটক করে র্যাব। এ ব্যাপারে সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডি প্রতিদিন/এমআই