বগুড়ার আদমদীঘির সান্তাহারে হেরোইনসহ জয় (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জয় উপজেলার উথরাইল গ্রামের আজিজুল হকের ছেলে। রবিবার বিকেল সাড়ে ৩ টায় সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক রকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সান্তাহার ইউনিয়নের উথরাইল এলাকায় অভিযান চালিয়ে অছির উদ্দিনের মুদি দোকানের সামনে থেকে ৪ গ্রাম হেরোইনসহ জয়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল