করোনা মহামারির কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠে। দেশের প্রাচীন ও বৃহত্তম ঈদগাহ মাঠ শোলাকিয়ায় এবার হবে ১৯৫তম ঈদ জামাত। জামাত শুরু হবে মঙ্গলবার সকাল ১০টায়।
শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শুধু তাই নয়, কিছু বিধি নিষেধ মেনে ঈদগাহে যেতে হবে মুসল্লিদেরকে।
ঈদ জামাতের জন্য ঈদগাহের প্রস্তুতি শেষ করেছে ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন। ঈদগাহের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার ঈদগাহ মাঠ পরিদর্শনও করেছেন।
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম জানান, ঈদজামাত অনুষ্ঠানের জন্য এখন প্রস্তুত শোলাকিয়া।
এবারের জামাতে কিছু বিধি নিষেধের কথা উল্লেখ করে তিনি জানান, জায়নামাজ ও মাস্ক ছাড়া অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। নিরাপত্তার কথা বিবেচনায় মোবাইল ফোন নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, নির্বিঘ্নে ঈদ জামাত সম্পন্ন করতে শোলাকিয়া ঈদগাহ চারস্তরের নিরাপত্তা বলয়ে ঢাকা থাকবে। ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চারটি ড্রোন ক্যামেরা, বাইনোকুলারসহ পাঁচ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও মাঠে ছয়টি ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো মাঠ মনিটরিং করা হবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও ব্যাপক পুলিশ মোতায়েন থাকবে।
ছয়টি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের কুইক রেসপন্স টিমও প্রস্তুত থাকবে।
দূরের মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।
শোলাকিয়ায় ঈদ জামাতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহের কাছে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের দু’জন কনস্টেবল আনসারুল হক ও জহিরুল ইসলাম, স্থানীয় গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক ও আবির রহমান নামে এক জঙ্গি নিহত হন। জঙ্গি হামলার পর থেকেই প্রতি বছর ঈদের দিন শোলাকিয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন