নেত্রকোনায় হামলা চালিয়ে জোরপূর্বক দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোজার শেষদিনে সোমবার ইফতারের ঠিক আগ মুহূর্তে নেত্রকোনা পৌর শহরের জজ আদালতের সামনে একটি দোকান ও বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে।
দীর্ঘদিন এক ভাড়াটে থাকার পর জালিয়াতির মাধ্যমে একটি চক্র দোকানসহ জায়গাটি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি।
ঘটনাটি ভুক্তভোগীদের মোবাইল ফোনে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজনের একটি দুষ্কৃতিকারী চিহ্নিত চক্রটি বারবার উদ্যৎ হয়ে মারধর করছে।
এসময় হামলায় আহত হয়ে আলতাবুর রহমান কাশেম ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আহত আলতাফুর রহমান কাশেম অভিযোগ করেন, পৈত্রিকভাবে পাওয়া দুই শতক জায়গায় দোকান ভাড়া দিয়েছিলেন তিনি। কিন্তু ভাড়াটে শ্যামলসহ আরও বেশ কয়েকজন জায়গাটি নিজের দাবি করে জাল দলিল সম্পাদন করেছে। কিন্তু দীর্ঘদিন ভাড়া না দেওয়ায় আমি চাপ সৃষ্টি করলে ভাড়া পরিশোধ না করেই দোকান ফেলে চলে যায়। এমতাবস্থায় আমি দোকানটি ও বিভিন্ন মালামাল রক্ষণাবেক্ষণে তালাবদ্ধ করে রেখেছিলাম। কিন্তু শেষ দিনে ইফতারের মুহূর্তে কয়েজন দুর্বৃত্ত আমার এবং পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে স্ত্রী সন্তানসহ আমি নিজে আহত হয়েছি। স্থানীয় শত শত মানুষ এই ঘটনা প্রত্যক্ষ করেছে।
অনেকেই এসে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টাও করেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে তিনি মামলা করবেন বলেও জানান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ভাড়াটে বলছে তারা নাকি ঘরটি কিনে নিয়েছেন। অন্যদিকে মালিক বলছেন জাল দলিল করেছে। তিনি বিক্রি করেননি। এমতাবস্থায় বিষয়টি কিভাবে সুরাহা হবে সেটিই ভাবছি।
বিডি প্রতিদিন/আরাফাত