গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছে। সালনা হাইওয়ে থানার ওসি মোঃ ফিরোজ হোসেন জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার বিকেলে একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়।
অজ্ঞাত অপর আরো এক যুবক হাসপাতালে নেওয়ার পথে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বিডি প্রতিদিন/এএ