বগুড়ায় বৃষ্টির কারণে মসজিদে পবিত্র ঈদল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষরা। জেলার ১২টি উপজেলার ১৬৬৭টি ঈদগাহ মাঠে ঈদের জামাত হওয়ার কথা থাকলেও রাত থেকে বৃষ্টির কারণে ঈদগাও মাঠের আশেপাশের মসজিদগুলোতে ঈদল ফিতরের নামাজ আদায় করা হয়।
শহরের কেন্দ্রীয় ঈদগাও মাঠের নামাজ সকাল ৯টায় বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদ, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, ডিসি অফিস সংলগ্ন বগুড়া কালেক্টরেট জামে মসজিদ এবং ঈদগাহ মাঠ সংলগ্ন মার্কাস মসজিদে অনুষ্ঠিত হয়। এ মাঠে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নামাজ আদায় করার কথা ছিল। আবহাওয়া খারাপ থাকার কারণে বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শহরের শতাধিক ঈদগাহ মাঠের আশে পাশের মসজিদগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে ১০টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বগুড়া পৌরসভার উত্তর ভাটকান্দি আহলে হাদিস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
বগুড়ার জেলা প্রসাশক মো. জিয়াউল হক জানান, বগুড়ার শান্তিপ্রিয় মুসলমানরা বৃষ্টির কারণে মসজিদে পবিত্র ঈদল ফিতরের নামাজ আদায় করেছেন। বগুড়াবাসীকে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম