কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোকের মাতম চলছে। ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে। গ্রামজুড়ে শুধু কান্না আর আহাজারি। শোকে বিহ্বল স্বজনসহ গোটা এলাকার মানুষ। প্রিয়জন হারিয়ে শোকে মুহ্যমান স্বজনরা। এমন চিত্র এখন কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে।
ঈদের আগের দিন সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হন। এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত আস্তানগর গ্রামের বাসিন্দা মৃত: আজিজুল হকের ছেলে মতিয়ার রহমান (৪৫), দাউদ মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৪২), মৃত হোসেন মন্ডলের ছেলে আবুল কাশেম (৬৫) এবং মৃত: আবুল মালিথার ছেলে আব্দুর রহিম মালিথার (৭০) ময়নাতদন্ত মঙ্গলবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ময়নাতদন্ত শেষে চার জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ময়নাতদন্ত সম্পন্ন করেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদী হাসান জনি। তিনি জানান, চারজনকেই ধারালো অস্ত্র দিয়ে শরীরে উপর্যুপরি একাধিক আঘাত করা হয়েছে। আঘাতের কারণে রক্তক্ষরণ হয়ে তাদের মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যেই মঙ্গলবার বিকেলে জানাজা শেষে ঝাউদিয়ার আস্তানগর গোরস্থানে নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। এলাকার হাজার হাজার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
সংঘর্ষে আহতরা এখনও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম