যশোরের চৌগাছায় ভারত সীমান্তের ওপার থেকে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ কপোতাক্ষ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত অর্ধগলিত মরদেহের (বয়স আনুমানিক ৪০ বছর) পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে চৌগাছার কাবিলপুর মাঠ ও ভারতের বনগাঁ জেলার লক্ষ্মীপুর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন তারা। বিষয়টি চৌগাছার শাহাজাদপুর বিজিবি ক্যাম্পকে জানানো হয়। বিজিবি সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিদের ডেকে মরদেহ শনাক্তের চেষ্টা করেন। কিন্তু তারা কেউই মরদেহ চিনতে পারেননি। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ মরদেহের শরীরে থাকা ট্রাউজারের পকেট থেকে বাংলাদেশি টাকার কয়েকটি নোট, একটি গ্যাস লাইটার ও স্যান্ডেল উদ্ধার করে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ভারত থেকে আসার পথে কপোতাক্ষ নদ পার হওয়ার সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
বিডি প্রতিদিন/কালাম