ঈদের রাতে বরিশালের লেবুখালীর পায়রা সেতু দেখে ফেরার পথে বরিশাল-ঢাকা মহাসড়কের দপদপিয়া এলাকায় থ্রি-হুইলারের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত তাদের এক বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলো নাজমুল হোসেন লিমন ও সাইফুল হাসান নিরব।
সংশ্লিষ্টরা জানান, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহ্পরান সড়কের ১১ জন যুবক মঙ্গলবার রাত ৮টা নাগাদ ৪টি মোটরসাইকেলযোগে পায়রা সেতুর রাতের দৃশ্য দেখতে যায়। সেতু দেখে ফেরার পথে তাদের বহর দপদপিয়া এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি একটি থ্রি হুইলারের সাথে ওই মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিমন ও নিরব ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় তাদের আরেক বন্ধু সুমন গুরুতর আহত হয়। তাকে প্রথমে শের-ই বাংলা মেডিকেলে এবং ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়। নিহতদের লাশ তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নগরীর বিমান বন্দর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/এএ