খুলনার তেরখাদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝুপি (মাছ ধরার যন্ত্র) দিয়ে বাবুল শেখ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বাবুল শেখ তেরখাদার আদালতপুর গ্রামের রাইজুল শেখের ছেলে। বুধবার এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাবুল শেখের সঙ্গে তার চাচাতো ভাই মুকুলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে তর্ক-বিতর্কের একপর্যায়ে ঝুপি দিয়ে বাবুলের মাথায় আঘাত করা হয়। গুরুতর অবস্থায় এলাকাবাসী বাবুলকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, হত্যায় জড়িত সন্দেহে এরই মধ্যে দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই