২১ মে, ২০২২ ১৭:৩৪

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

'দাম কমাও, মানুষ বাঁচাও' এই স্লোগানে নেত্রকোনায় ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখা। শনিবার দুপুরে মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে গণ অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। 

মানববন্ধন চলাকালে গণ অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার প্রচার সম্পাদক আদনান হোসেন বাকির পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজসেবা সম্পাদক কামরান আহমেদ, সাংস্কৃিতক বিষয়ক সম্পাদক মামুন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তবে মানববন্ধন শেষের দিকে বক্তাদের সরকার বিরোধী বক্তব্য শুনে মানবন্ধনকারীদের ধাওয়া করে ছাত্রলীগ কর্মীরা।

এদিকে এই ঘটনায় ছবি তোলা নিয়ে পুলিশসহ কয়েক সাংবাদিকের সাথেও বাকবিতন্ডা হয়। পরে নেত্রকোনা মডেল থানার ওসি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। 

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, বিষয়টি তেমন কিছু না। ছাত্র অধিকার পরিসদের মানববন্ধনে হেফাজতের রহিম নামের ছেলেটা ঢুকে বক্তব্য দিয়ে ফেললে ছাত্রলীগের শাওনসহ অন্যরা বাধা দেয়, এইটুকুই। পুলিশ ভিডিও করছিলো। পরে ভিডিও করা নিয়ে একটু তর্কাতর্কি হয়। আমি খবর পেয়েই দেরি করিনি। সাথে সাথে গিয়েছি। তেমন কিছু হয়নি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর