ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। রবিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্নার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা তুষার, উপজেলা ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম হোসেন, প্রিন্স হিমেল, দেলোয়ার হোসেন, রাকিবুল হাসান হৃদয়, জনি, রোপন সাহা, নাদিম প্রমুখ।
সভায় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতকর্মীদের ওপর ছাত্রদলের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিডি প্রতিদিন/এএম