সাতক্ষীরায় পৃথক দু’টি বজ্রপাতের ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহতের খবর পাওয়া গেছে। রবিবার সকাল ৮টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে সদর উপজেলার দেবনগর এলাকায় বিকট শব্দে বজ্রপাত ঘটলে ফারুক হোসেন নামে এক যুবক নিহত হয়। এ সময় আহত হয় আরও ৬ জন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির ও হাসপাতালে চিকিৎসাধীন বজ্রপাতের শিকার খেজুরডাঙ্গা গ্রামের মহিদুল মজিদ জানান, সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগরের খেজুরডাঙ্গা বিলে তাদের মাছের ঘেরে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটাছিলেন। এসময় হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়।
এসময় একই গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫), ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ (৪০), জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও এস্কেভেটর চালক হুমায়ুন কবির এবং আমি মহিদুল মজিদ গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থা আশংকাজনক।
অপরদিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামে বজ্রপাত ঘটলে আব্দুল লতিফ (৫২) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ একই এলাকার পিয়ার আলী গাজীর ছেলে। নিহতের পরিবার জানায়, শনিবার রাতে মাছের ঘেরে খাদ্য দেওয়ার সময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক