এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে নবনির্মিত ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করা হয়েছে। রবিবার ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এরপর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরের ব্যবস্থাপনা কমিটির ২২তম সভায় সভাপতির বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোমেনুল হক, হাসপাতালের পরিচালক ডাঃ কাজী শামীম হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডাঃ নাদির হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নবিউর রহমান, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আবু রেজা মোঃ মাহমুদুল হক, ডাঃ মোঃ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ নুরুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান, ইন্টার্ন চিকিসক পষিদের সভাপতি ডাঃ আরমান হোসেন, সাধারণ সম্পাদক জেবা ফারিহা ঐশী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ