গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় বিবার দুপুরে এলাকায় দেওয়ান ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার দেওয়ান ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কোন কাগজপত্র না থাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকপি ইবনে সাজ্জাদ জানান, উপজেলার ৬টি ক্লিনিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এই ক্লিনিক গুলোকে পরাক্রমে অভিযান পরিচালনা করা হবে। একটি ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ