টাঙ্গাইলের সখীপুরে বাসের ধাক্কায় আবদুল করিম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা সাগরদিঘী সড়কের কচুয়া পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়া থেকে একটি অটোগাড়ি যোগে বাড়িতে আসতে ছিল আবদুল করিম মিয়া। তিনি পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে অটো থেকে নেমে যাওয়ার সময় সাগারদিঘীগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। ওই পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ জানায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর