জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার সোনাপুর আশ্রয়ণ প্রকল্পের দশ ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাড়িঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। রবিবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে অর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। সেসময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু, যুগ্ম-সম্পাদক মীর রেজাউল করিম বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন, বাগজানা ইউনিয়ন আ'লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল ও সম্পাদক হাফিজার রহমান।
প্রসঙ্গত, রবিবার সকালে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর আশ্রয়ণ প্রকল্পের দশ ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ টি বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই দুটি পরিবারের ঘর আসবাবপত্র ধান, চাল, পুড়ে ছাই হয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল