‘রক্ত দিন জীবন বাঁচান’ প্রতিপাদ্যে মাগুরা সদর উপজেলার ৪টি ইউনিয়নে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার শত্রুজিৎপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেরইল পলিতায়ের সম্মেলন গোপালগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সদস্য সচিব আরিফুর রহমান রনকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ খান, সাকিবুল হাসান তুহিন, গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলনসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা রক্ত সংগ্রহ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল