গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোডমিল এলাকায় আজ শুক্রবার সকালে প্রায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলা মুন্সির টেক এলাকার আনিসের ছেলে জসিম হোসেন (২৭)। অপর মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২৬)। তিনি উপজেলার জালাল গেট এলাকায় ভাড়া থাকেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম হোসেন ও জাহাঙ্গীর আলম নামে এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসা করে আসছে। প্রতিদিনের মত আজ শুক্রবার সকালে উপজেলার বোডমিল এলাকায় গাঁজা নিয়ে যাচ্ছে এমন সন্দেহ হলে এলাকাবাসী জসিম হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্রায় ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ জসিম হোসেনকে গ্রেফতার করে। তার তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক ব্যবসায়ী দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ