কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে গভীর সমুদ্রের চর বিজয় সংলগ্ন এলাকা থেকে আটক করে নৌ-পুলিশ।
আটককৃত জেলেরা হল- আমির হোসেন, রিয়াজ ফরাজী, জাকির হোসেন, তারেক সরদার, মনির আকন, আজু, মাসুদ, মামুন, বাসু ও সিদ্দিক। ওই রাতেই এসব জেলেদের কাছ থেকে ৭৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। নিষেধাজ্ঞা কালীন সময়ে সাগরে মাছ শিকার করবেনা বলে মুচলেখা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে তাদের এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
বিডি প্রতিদিন/এএম