শেরপুরের নকলা-নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কোন্নগর ও ধনাকুশা এলাকায় তিন নদীর মোহনায় ইব্রাহিম মিয়া (৫৯) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নদীতে নৌকা পাড়ি দিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মাঝিবিহীন রশিটানা নৌকা পারাপার করতে গিয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, ইব্রাহিমের মা সকালে স্ট্রোক করে। ফলে ইব্রাহিম তার শ্বশুরবাড়িতে থাকা স্ত্রীকে আনতে সকালে নকলা উপজেলার ধনাকুশা নদীর পার এলাকা শ্বশুরবাড়ির উদ্দেশে বের হন। সকাল সাড়ে ৯টার দিকে শ্বশুরবাড়ির কাছে থাকা ভোগাই নদী পার হতে গিয়ে একাই মাঝিবিহীন ছোট রশিটানা নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন।
এ সময় নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোত থাকায় স্রোতের তোড়ে রশি ছিঁড়ে যায়। ফলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এসময় নিখোঁজ হন ইব্রাহিম। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। একপর্যায়ে খবর পেয়ে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইব্রাহিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই