বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে নিখোঁজ গৌরী মোহন্ত (৯০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। গৌরী মোহন্ত উপজেলার আঁচলাই গ্রামের যোগেশ্বর মোহন্তের স্ত্রী।
সোমবার সকালে উপজেলার রায়নগর ইউনিয়নের আলোক দিয়ার এলাকায় করতোয়া নদীতে ওই বৃদ্ধার লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে থানা পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
এর আগে, শনিবার দুপুরে উপজেলার আঁচলাই গ্রামের কামারপাড়া (কাঁচারী বাজার) করতোয়া নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হন গৌরী।
শিবগঞ্জ থানার এসআই রুম্মান হাসান জানান, করতোয়া নদীতে ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই