নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে তারাকান্দা উপজেলা বিএনপি।
সোমবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির সভাপতি মোতাহার হোসেন তালুকদার।
এতে আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াসিন আলি মেম্বার, মোস্তাজুল খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ-সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, যুগ্ম আহ্বায়ক রাসেল মন্ডল, এস এম আমিনুল ইসলাম, আশরাফুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন