পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ডিএসসিসি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ডিএসসিসি কাউন্সিলর ও ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।
উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী, মোঃ মিজানুর রহমান সাগর, সাইফুল ইসলাম সুজন, হাবিবুর রহমান শাহীন, দেলোয়ার হোসেন, শরীফুল আলম অভি, জিয়াউল হক জনি, আশিকুর রহমান আশিক, তানভির হোসেন কালু, ও মোঃ ফাহাদ হোসেন গাজী প্রমুখ।
এ সময় তিনি জানান, সে এক অন্যরকম অনুভূতি। ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হচ্ছে ইউরোপের কোন একটি দেশে রয়েছি। এটি বাংলাদেশের মানুষের আবেগ তাড়িত সেতু। কারণ পদ্মা সেতু নির্মাণের সাথে বাঙালি জাতির মান মর্যাদা, আত্মসম্মানবোধ জড়িত। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালির মাথা নিচু হতে দেননি বিশ্ব দরবারে। অনেক ষড়যন্ত্র বাধা-বিপত্তি, অপবাদ অপমানের মুখেও বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণের দুঃসাহস দেখিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন