নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি।
সোমবার বিকেল ৩টায় উপজেলা সদরের বিএনপি কার্যালয়ের সামন থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক পথ সভায় মিলিত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি গৌছ আলী, আলতাবুর রহমান, তাজ উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি ফারুক মিয়া, আব্দুর রাজ্জাক, নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল