বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন থাকলে অনেক আগেই সরকার পাওয়ার ডাউন হতো। আওয়ামী লীগের অভিধানে নিরপেক্ষ নির্বাচন বলে কিছু নাই। তাদের অব্যবস্থাপনা, দুর্নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিষের দাম বেড়েছে। মানুষ অর্ধাহারে, অনাহারে মানবেতর জীবনযাপন করছে।
সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবীরের পরিচালনায় পৌর শহরের উত্তর বাজারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে জনদুর্ভোগ দূর হবে না। বরং ঘণ্টায় ঘণ্টায় দুর্ভোগ বেড়েই চলবে। তাই এই ব্যর্থ, অযোগ্য সরকারের পতন ঘটাতে হবে।
তিনি অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু চিকিৎসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা প্রত্যাহার করার দাবি জানান।অন্যথায় এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আরফান আলী, আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, হোসনে আরা নীলু, কাজী ফরিদ আহমেদ পলাশ, মনোয়ারা বেগম ময়না, রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক মইন উদ্দিন বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন তাজবীর, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন