রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারীর লাশ রেখে পালিয়েছেন স্বামীসহ ও স্বজনরা। সোমবার সকালে হাসপাতাল থেকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত আজেকা বেগম উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হয়বৎখাঁ গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং আজমখাঁ গ্রামের জিয়ারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিন মাস আগে ওই নারীর সঙ্গে জিয়ারুলের বিয়ে হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে অটোরিকশায় করে কয়েকজন এক নারীকে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু ওই সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুঝতে পারেন ওই নারী হাসপাতালে আসার আগেই মারা গেছেন। স্বজনরা হাসপাতালে ওই নারীর লাশ রেখে পালিয়ে যান। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে রমেক মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এখনই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি রাজারহাট পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী বিষয় দেখবেন।
বিডি প্রতিদিন/এএম