দিনাজপুরে প্রতারণামূলক বিজ্ঞাপন ও দামি পণ্যের নাম ব্যবহার করে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে দুটি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
সোমবার দিনাজপুর শহরের বড়মাঠে মাসব্যাপী চলমান বাণিজ্য মেলায় অভিযান চালিয়ে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন, দিনাজপুর বাণিজ্য মেলায় স্থান পাওয়া দুটি দোকানে একটি কিনলে ১০টি ফ্রি বিজ্ঞাপন টানিয়ে নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রি করে আসছিল। দুজন ক্রেতার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে এর সত্যতা নিশ্চিত করে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের স্কোয়াট কমান্ডার হালিউজ্জামান।
বিডি প্রতিদিন/এমআই