নোয়াখালীর কবিরহাটে নববধূকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে কবিরহাট বঙ্গবন্ধু চত্বরে নিহতের স্বজনদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের পিতা সিরাজ মিয়া ছাড়াও চাচা মফিজুর রহমানসহ আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে দাবি করা হয়, গৃহবধূ রুপালি বেগমকে পরিকল্পনা করে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। যারা এই হত্যার সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান এলাকাবাসী ও স্বজনরা।
গত ১২ জুন কবিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে রুপালি বেগমকে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফল কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইউসুফ নবী রুবেলের বিরুদ্ধে। প্রাথমিকভাবে জানা যায়, স্ত্রীর পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী ইউসুফ নবী রুবেলকে কবিরহাট থানা পুলিশ গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/শফিক