নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র আরাফাতের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ব্রহ্মপুত্র নদীর মনোহরদী-খিরাটি বাজার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরাফাত মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ী গ্রামের আতিকুর রহমানের ছেলে। তিনি মনোহরদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের পরে আরাফাত তার বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে যান। গোসল করার সময় আরাফাত নদীতে ডুব দিলে আর উঠেনি। এসময় তার বন্ধুরা খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিস ও তার বাড়িতে খবর দেন বন্ধুরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে টঙ্গীর ডুবুরি দলকে খবর দেয়। এর মধ্যে এলাকাবাসী ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। এরপর রাতে আরাফাতের অচেতন মরদেহ উদ্ধার করে তারা। পরে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, পানিতে ডুবে আরাফাত নামে এক কলেজছাত্র মারা যায়। পরে রাতে তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
বিডি প্রতিদিন/এমআই