ময়মনসিংহের ফুলপুরে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের সাধারণ সভা (মূলতবি) অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় আঞ্জুমান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ওই সভা অনুষ্ঠিত হয়। পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠন কল্পে অনুষ্ঠিত সভায় আঞ্জুমানে হেমায়েতে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম সভাপতিত্ব করেন।
মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি হায়াতোর রহমান খান বেলালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, হাফেজ মাওলানা মুজিবুর রহমান, সাবেক মেয়র শাহজাহান, সাবেক মেয়র আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন হেলু প্রমুখ। সভায় আগামী দুই মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি প্রতিদিন/এএ