সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ও উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোনাতনী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফর রহমান এবং বড়হর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল হাসান নান্নু জয়ী হয়েছেন।
এর আগে, বুধবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুটি ইউনিয়নের ২৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোনাতনী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও আরও পাঁচজন এবং বড়হর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।
জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই