মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সর্মর্থিত প্রার্থী মাহফুজুর রহমান রিটন ( নৌকা) ১৫ হাজার ৪শ ৬১ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী একমাত্র স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু (ডাবগাছ) ৭ হাজার ৪শ ৪৬ ভোট পেয়েছেন। মেহেরপুর পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ২০২।
এদিকে মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে আমঝুপি ইউনিয়নে আওয়ামী লীগ সর্মার্থিত প্রার্থী বোরহান উদ্দিন চুন্নু (নৌকা) ৮ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম ( ঘোড়া) পেয়েছেন ৭ হাজার ৪৬৫ ভোট। অপর প্রার্থী আসিফ আজিম ( আনারস) পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।
নবগঠিত শ্যামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান ১৭ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর ইউনিয়নে আওয়ামী লীগ সর্মর্থিত প্রার্থী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নবগঠিত বারাদি ইউনিয়নে আওয়ামী লীগ সর্মর্থিত প্রার্থী মোমিনুল ইসলাম ( নৌকা) ১৯ হাজার ৪২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএ