বগুড়ার শাজাহানপুরের ফুলতলা এলাকায় খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ফুলতলার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এই মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুরের কৈগাড়ী ফাঁড়ির পরিদর্শক সৈকত হাসান।
তিনি জানান, দুপুরের দিকে স্থানীয়রা বর্জ্য নিষ্কাশনের খালে নবজাতকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে। এখানে মহাসড়কের চার লেনের কাজ চলছে। এ সময় শিশুটির মরদেহ দেখার জন্য ফুলতলা এলাকার অনেক মানুষ ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
পরিদর্শক সৈকত হাসান বলেন, মরদেহটি ছেলে শিশুর। দেখে মনে হচ্ছে অন্তত দুই দিন আগে খালের পানিতে ফেলে দেয়া হয়েছে। বুধবার ফুলে ভেসে উঠেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হবে।
বিডি প্রতিদিন/এমআই